Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47kখােলা বাজার২৪।। শুক্রবার , ১৬  জুন, ২০১৭: “শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো জয়ী, আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে আইসিটি হবে হাতিয়ার” স্লোগানে ১৬ জুন ২০১৭ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন জামালপুরে শুরু হলো লার্নিং এন্ড আর্নিং মেলা। প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লার্নিং এন্ড আর্নিং ডেপলমেন্ট প্রকল্পের পরিচালক ও উপ-সচিব মীর্জা আলী আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, পৌরসভা মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ আজ সারা বিশ্বের জন্য একটি মডেল। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে আয়-রোজগারের সুযোগ সৃষ্টি হয়েছে। দক্ষ মনবসম্পদ তৈরীতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। ২০ লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে সরকার। লার্নিং এন্ড আর্নিং-এ প্রশিক্ষণ দিয়ে জনগণের কর্মসংস্থানের সাথে সাথে আয় বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে নারী-পুরুষ নির্বিশেষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং অধিক যোগ্যতা অর্জন করতে হবে। এক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার জনগনের সক্ষমতা বাড়িয়ে দেবে। অনুষ্ঠানে ফ্রিল্যান্সার ও আউট সোসিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
এ উপলক্ষে শহরের বকুলতলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।