খােলা বাজার২৪।। শুক্রবার , ১৬ জুন, ২০১৭: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রাম থেকে গত বৃহস্পতিবার ভোররাতে আমিনুল ইসলাম (২৫) নামে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।এসময় অপহরনকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,গত ১৪ জুন রাতে গ্রেপ্তারকৃত শাহ আলম আমিনুল ইসলাম নামের এক যুবককে অপহরণ করে পলাশবাড়ী উপজেলার বেড়াডাঙ্গা গ্রামে এক আত্মীয়ের বাড়ীতে আনেন। সেখানে আমিনুলকে আটকে রেখে মারধরও করা হয়। পরে তার পরিবারের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শাহআলম।নির্যাতনের শিকার আমিনুলের চিৎকারে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে।মুহোর্তের মধ্য ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পলাশবাড়ী থানায় খবর দেয়।
পরে বেড়াডাঙ্গা গ্রামের সাগর মিয়ার বাড়ী থেকে আমিনুলকে উদ্ধার করা হয়। আমিনুল দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার খোদাদাতপুর দিঘিপাড়া গ্রামের আঃ গনি শেখের ছেলে। এসময় তাদের আশ্রয়দাতা বাড়ির মালিক সাগর মিয়া ও তার স্ত্রী রোমানা বেগমকে এবং অপহরণকারী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।শাহআলমের বাড়ী গাইবান্ধা সদর উপজেলার কাচদহ গ্রামে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, গ্রেপ্তারৃত শাহ আলমের নামে সিলেটের দক্ষিণ সুরমা থানা, রাজশাহীর মোহনপুর থানা, জয়পুরহাট সদর থানাসহ দেশের বিভিন্ন থানায় আটটি ডাকাতি ও দুইটি চাঁদাবাজির মামলা রয়েছে।সেসব মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তিনি।এছাড়া অপহরণকারী শাহ আলমকে আশ্রয়দাতা ওই বাড়ির মালিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।