Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১৭  জুন, ২০১৭: 3যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের সঙ্গে জাপানের আরেক বাণিজ্য জাহাজের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ মার্কিন নৌ সেনা নিখোঁজ রয়েছেন। জাপানের ইয়োসুকা উপকূল থেকে ৫৬ নটিক্যাল মাইল দূরে গত শনিবার মধ্যরাত আড়াইটায় এ সংঘর্ষ হয়। সিএনএনকি জাপান কোস্টগার্ড এ সংঘর্ষের খবর নিশ্চিত করে। মার্কিন ডেস্ট্রয়ার ‘দি ইউএসএস ফিৎজেরাল্ড’এর স্টারবোর্ডের উপরের অংশে আঘাত লাগে। মার্কিন যুদ্ধজাহাজটির কমোডর ব্রিচ বেনসন গুরুতর আহত ৩ জনের একজন যাকে হেলিকপ্টারে করে ইকোসুকায় নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন নৌবাহিনীর নৌ পরিচালনার প্রধান এ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, গুরুতর আহত ৩ নাবিককে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের পর ডেস্ট্রয়ারটির ফাটল দিয়ে পানি ঢুকে পড়ে। ডেস্টয়ারটি এখনো নিজস্ব শক্তিতে চালু থাকলেও তা রয়েছে সীমিত শক্তিতে। ডেস্টয়ারটিকে ঢুকে পড়া পানি পাম্প করে বের করা হচ্ছে। জাপানের কোস্টগার্ড হেলিকপ্টার দিয়ে নিখোঁজ নাবিকদের খুঁজছে। সংঘর্ষের সময় ধাক্কা খেয়ে ওই নাবিকরা পানিতে পড়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডেস্ট্রয়ারটিকে সাহায্য করার জন্যে যুক্তরাষ্ট্র থেকে টাগবোট সহ সরঞ্জাম ও বিমান পাঠানো হয়েছে। ডেস্ট্রয়ারটির সঙ্গে সংঘর্ষে ফিলিপাইন ভিত্তিক জাহাজ এসিএক্স ক্রিস্টালএর কতটা ক্ষতি হয়েছে তা জানা যায়নি। দুর্ঘটনার পর পণ্যবাহী বাণিজ্য জাহাজ এসিএক্স ক্রিস্টাল নিজ শক্তিতে এগিয়ে যেতে সক্ষম হয়।
ক্ষেপণাস্ত্র ধংস করতে সক্ষম এ যুদ্ধজাহাজটি ২০১৩ সালের মার্চ থেকে কোরিয় উপদ্বীপে মার্কিন রণকৌশলের অংশ হিসবে অবস্থান নেয়।
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের এক টুইট বার্তায় বলা হয় জাপানের কোস্টগার্ডের সঙ্গে ওই ডেস্টয়ারটির আহত নাবিকদের চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে ঠিক কতজন এ সংঘর্ষে আহত হয়েছে তা বলা হয়নি। অন্তত ৩৩০ জন নাবিক ওই ডেস্ট্রয়ারটিতে ছিল। গত ফেব্রুয়রি মাসে ২১ মিলিয়ন ডলার দিয়ে ডেস্ট্রয়ারটির সংস্কার করা হয়। সর্বশেষ ইন্দো-এশিয় প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীকে সমর্থন ও সহায়তা করতেই ইয়োকোসুকা উপকূলে ডেস্ট্রয়ারটি মোতায়েন করা হয়। হোয়াইট হাউজ থেকে এ সংঘর্ষের খোঁজ খবর নেওয়া হচ্ছে। সিএনএন