Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১৭  জুন, ২০১৭: 6সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান বলেন, রাঙামাটি পাহাড় ধসের কারণে সেখানে খাদ্যের সংকট দেখা দিয়েছে। একটা জেলায় কেনো খাদ্য মজুদ থাকবে না যেকোন দুর্যোগ মোকাবেলায় আর কেনই বা দ্রুত ত্রাণ পৌঁছনোর ব্যবস্থা উন্নত মাধ্যমে করা হলো না।
শবনম আযীমের সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন এবিসিনিউজ২৪ ডটকমের সম্পাদক সুভাষ সিংহ রায়।
আবু সাঈদ খান বলেন, পাহাড়ি ধসে রাঙামাটিতে প্রাণহানি ঘটেছে তারপরে খাদ্যের যে সংকট দেখা দিয়েছে। রাঙামাটি একটি জেলা সেখানে যেকোন দুর্যোগ মোকাবেলায় কেনো চার-পাঁচ দিনের খাদ্য মজুদ থাকবে না। থাকা উচিত ছিলো কিনা? এমন একটি পরিকল্পনা থাকা উচিত ছিলো। সেটা যেহেতু ছিলো না। তাহলে আকাশ পথে কেনো ত্রাণ পাঠানো হলো না। আকাশ পথে পাঠালে তো তাড়াতাড়ি ত্রাণ পৌঁছানো যেত। জরুরি ভিত্তিতে এটা করা যেত। কারণ পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থা রোডে বেশি ভালো না। কিন্তু বিকল্প এই দুটো পথে খাদ্য সেখানে ব্যবস্থা করা যেত। এই দুই ক্ষেত্রে কেনো গড়িমসি হচ্ছে। আবার পাহাড় ধসের পরে সেখানে পুরনো আমলের ব্যবস্থা ব্যবহার আবার দেখলাম। দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু সেটা গোপন করার কি আছে। কি কারণে পাহাড় ধস হলো তা এই সময়ে না বলে কি করে রাঙামাটিতে ত্রাণ দ্রুত পাঠানো যায় সেটা করা। এক্ষেত্রে সবচেয়ে বেশি জটিলতা সৃষ্টি করেছে পাহাড়ে বাঙালিদের বসবাস। এটা বাঙালিদের জন্য লজ্জার বিষয়। বাঙালিদের তুলে নিয়ে সেখানে বসবাস করতে দেওয়া হয়েছে। আদিবাসীদের সংখ্যালঘু করতে। এটাই আরো জটিলতা তৈরি করেছে পার্বত্য এলাকায়।