Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১৭  জুন, ২০১৭: 18লালমনিরহাটের আদিতমারীতে খালি টিফিন বাটি নিয়ে সংঘর্ষে আব্দুর রাজ্জাক(২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় আদিতমারী উপজেলার পলাশী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শ্রমিক আব্দুর রাজ্জাক উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় দুপুরের খাবার নিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের সংস্কার কাজের শ্রমিক হিসেবে কাজে আসেন রাজ্জাক। ওই কাজে তার সাথে অন্যসব শ্রমিকের মত তার এলাকার নুরুজ্জামানের ছেলে রিপনও কাজে আসেন। খাবার শেষে টিফিন বাটি ফেলে যান রিপন। সেই বাটি নিয়ে যান শ্রমিক রাজ্জাকের ভাই জাহেদুল ইসলাম। পরে তাদের টিফিন বাটি অনিচ্ছাকৃত ভুলে বদল হয়।
এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় বাক বিতন্ডার সৃষ্টি হয় রিপন ও রাজ্জাকের মাঝে। এর এক পর্যায়ে রিপন ও তার বাবা নুরুজ্জামান লাঠি দিয়ে রাজ্জাককে এলোপাতারি মারপিট করে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় শ্রমিক রাজ্জাককে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় শ্রমিক রাজ্জাক।
আদিতমারী থানা ওসি হরেশ্বর রায় জানান, এখনও মামলা হয় নি। তবে ঘাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশী চেষ্টা অব্যহত রয়েছে।