খােলা বাজার২৪।। শনিবার , ১৭ জুন, ২০১৭: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৬ জুয়াড়িকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকালে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও আদিতমারী ইউএনও আসাদুজ্জামান। ওই উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কিসামত চড়িতাবাড়ি গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে থানা পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন, আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কিসামত চড়িতাবাড়ি গ্রামের শামছুদ্দিনের ছেলে হোসেন আলী(২৬), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে দীনইসলাম(৩৬), আব্দুল খালেকের ছেলে মাহাতাব উদ্দিন(৩৬), মহির আলীর ছেলে মতিয়ার রহমান(৪৩), কাশেম আলীর ছেলে শামছুল হক(৫০) ও মহেশ উদ্দিনের ছেলে নুর নবী(৫১)।
আদিতমারী থানা ওসি হরেশ্বর রায় জানান, সকালে তাদের উপজেলার কিসামত চড়িতাবাড়ি এলাকায় জুয়ার আসর থেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেকে দোষ স্বীকার করে নিলে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ির প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।