বুধ. মে ২২, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১৭  জুন, ২০১৭: 23চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর তীর থেকে মাটি কেটে নেওয়ার দায়ে দুইজনকে দুই মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জুন) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা এই রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন বঙ্গজ ড্রেজারের কর্মকর্তা প্রকৌশলী মো. তুহিনুজ্জামান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন সুমন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা জানান, সরকারি কোন অনুমতি ছাড়াই অভিযুক্তরা চাঁদপুর প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়া নদী তীর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছিল। জেলা প্রশাসক আব্দুর সবুর মন্ডলের নজরে এলে তিনি তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও আমাকে ঘটনাস্থলে পাঠান। ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুইজনকে দুই মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। পরে সদর মডেল থানা পুলিশ মো. তুহিনুজ্জামান ও এমদাদ হোসেনকে জেলহাজতে পাঠিয়ে দেয়।
বি আইডব্লিটিএর বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, চক্রটি অবৈধভাবে নদীর তীরের মাটি কাটছিল, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।