Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখােলা বাজার২৪।। রবিবার, ১৮ জুন, ২০১৭: মিশরের প্রাক্তন শীর্ষ সরকারি আইনজীবীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

২০১৫ সালে নিজ বাড়ির পাশে গাড়িবোমা হামলায় নিহত হন হিশাম বারাকাত। এ ঘটনাকে গুপ্তহত্যা হিসেবে মামলা নথিভুক্ত করা হয়।

আলজাজিরা অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

শনিবার বিচারক হাসান ফরিদ এ মামলার রায় দেন। এর আগে তিনি তার রায় মূল্যায়নের জন্য দেশের শীর্ষ বোদ্ধাদের কাছে পাঠান। মিশরে মৃত্যুদণ্ড দেওয়ার আগে এমনটি করার প্রথা রয়েছে।

রায়ে বিচারক ফরিদ বলেন, বারাকাতের হত্যাকাণ্ড একটি ‘জঘন্য ও কাপুরুষোচিত ষড়যন্ত্রের’ ফল। তিনি বলেন, ‘তারা এমন সময় একজন মুসলিমকে হত্যা করেছে, যখন তিনি রোজা ছিলেন।’ ২০১৫ সালের জুলাই মাসে পবিত্র রজমান মাসে হত্যা করা হয় বারাকাতকে।

পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বিচারক ফরিদ বলেন, ‘এবং যে ইচ্ছাকৃতভাবে কোনো বিশ্বাসীকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম।’

মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানে উৎখাতের কিছু দিন পর ২০১৩ সালে প্রসিকিউটর জেনারেল হিসেবে নিয়োগ পান বারাকাত। প্রাক্তন স্বৈরশাসক হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতির বিষয়গুলো দেখাশোনা করতেন তিনি।