Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখােলা বাজার২৪।। রবিবার, ১৮ জুন, ২০১৭: ৪ হাজার ১৪০ টন আইসক্রিম রফতানি করেছে ইরান চলতি ফার্সি বছরের প্রথম মাসে। ফার্সিতে আইসক্রিমকে বলা হয় ‘বাস্তানি’। ইরাক, পাকিস্তান, বাহরাইন, ও কুয়েতে এ আইসক্রিম রফতানি করে ফার্সি বছরের প্রথম মাসেই ইরানের আয় হয়েছে ৪৬৩ বিলিয়ন রিয়াল ইরনি মুদ্রা বা ১২ দশমিক ৪ মার্কিন ডলার। ইরান কাস্টমস প্রশাসন এ তথ্য জানিয়েছে। ফিনান্সিয়াল ট্রিবিউন