খােলা বাজার২৪।। রবিবার, ১৮ জুন, ২০১৭: নো মোহাম্মদ আমির, নো জুনায়েদ খান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিততে পাকিস্তান তাকিয়ে হাসান আলির দিকে। পুরো টুর্নামেন্টে যে পারফরম্যান্স করেছেন তাতে তার দিকে চেয়ে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। নিয়মিত বিরতিতে উইকেট নেয়ার সক্ষমতার কারণেই ডানহাতি পেসারের কাছে বাড়তি চাওয়া পাকিস্তান অধিনায়ক সরফরাজের। তিনি যে দীর্ঘদিন পর ভারতকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়া সমর্থকদের শিরোপা উপহার দিতে চান। অধিনায়ককে অভয়ও দিলেন হাসান। একইসঙ্গে ভারতকে হুমকিও দিয়ে রাখলেন। বললেন, সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা করবো। আমি ভারতকে উড়িয়ে দিতে চায়।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এবারের উইকেট যাচ্ছেতাই ব্যাটিং স্বর্গ। যেখানে বোলার রান সেভ করতে মহাব্যস্ত, সেখানে নিয়মিত বিরতিতে উইকেট এনে দিয়েছেন তিনি। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে নিয়েছেন ১৭.২ গড়ে ১০ উইকেট। এ নিয়ে গোল্ডেন বল পাওয়ার দৌড়ে রয়েছেন সবার ওপরে। এমন কোনো পারফরমারের কাছ থেকে বাড় চাওয়া থাকতেই পারে।
আশ্বাস দিয়ে হাসান আলি বলেন, বলতে পারেন এটি স্বপ্ন। তবে ভারতের বিপক্ষে আমি সেটিই করে দেখাতে চাই। তাদেরকে উড়িয়ে শিরোপার স্বাদ পেতে চাই।
তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই আমি সেরা বোলার হতে চেয়েছি। ইংল্যান্ডে তা কিছুটা হলেও বাস্তবে রূপ পেয়েছে।
ভারত-পাকিস্তান ফাইনাল, বাড়তি উত্তেজনা। তা ছড়িয়ে পড়েছে সারা ক্রিকেট বিশ্বে। এ নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেভারিট হওয়ায় ভারতই চাপে থাকবে। আমাদের ওপর সেরকম চাপ নেই। বিশেষ করে আমি তা অনুভব করছি না। আমি আমার স্বপ্নের কাছাকাছি চলে এসেছি। ফাইনালের শেষ পর্যন্ত আমি টপ উইকেট শিকারী হয়ে থাকতে চাই।