খােলা বাজার২৪।। রবিবার, ১৮ জুন, ২০১৭: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ঈদ স্পেসাল সার্ভিস আগামী ২২ জুন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
রাষ্ট্রীয় এই সংস্থার চারটি নিয়মিত জাহাজের সঙ্গে আরো দুটি যুক্ত হয়ে মোট ছয়টি জাহাজ নিয়ে এবারের ঈদুল ফিতরের ঘরে ফেরা মানুষদের পৌঁছে দিবে।
বিশেষ এই নৌ-সার্ভিস চলবে ৩ জুলাই পর্যন্ত। তবে যাত্রীর চাপ থাকলে সময় আরো বাড়ানো হবে।
বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ আজ রোববার বলেন, আগামী ২২ জুন থেকে শুরু হচ্ছে সংস্থার ঈদের বিশেষ স্পেসাল সার্ভিস। ঈদে ঘরে ফেরা মানুষদের যাত্রীসেবা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবারে নিয়মিত পিএস মাহসুদ, লেপচা, টার্ন ও মধুমতীর সঙ্গে বিশেষ সার্ভিসে যোগ দিবে এমভি বাঙালি ও অস্ট্রিচ। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে।
আবুল কালাম আজাদ আরো বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকেট গত ১৫ জুন থেকে অনলাইনে দেওয়া হয়েছে। বরিশাল অঞ্চলের আভ্যন্তরীণ নৌ-রুটে বিআইডব্লিউটিসির পাঁচটি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এগুলো হলো বরিশাল-মজু চৌধুরীর হাট রুটে খিজির-৮। ইলিশা-মজু চৌধুরীর হাট সুকান্ত বাবু, খিজির-৫ এবং খিজির-৭।
এ ছাড়া মনপুরা থেকে শশীগঞ্জ রুটে শেখ কামাল যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে।