খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭: হামলা-মামলা, নিযার্তন এবং গুম-খুনের বিচার না হলে যে জনরোস জেগে উঠবে তাতে সরকারের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশের মানুষের অধিকারের স্বার্থে আমরা এ দেশে একটি শান্তিপূর্ণ সমাধান চাই। এ শান্তিপূর্ণ সমাধান করতে হলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। আগামী নির্বাচন যাতে করে অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেটার ব্যবস্থা করতে হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
বর্তমানে দেশের গণতন্ত্র আওয়ামী লীগ সরকারের বাক্সে বন্দি মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগের সরকার লেভেল প্লেয়িং ফিল্ড না করে আমাদের উপর আক্রমণ, হামলা, মামলা, খুন চালিয়ে যাচ্ছে। এতে দেশের গণতন্ত্রে একটা সংকট সৃষ্টি করা হচ্ছে।
এ সময় তিনি বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির দাবি করেন।
মানববন্ধনে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর (উত্তর) মহিলা দলের সভাপতি পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমেনা খাতুন, ঢাকা মহানগর (দক্ষিণ) সাধারণ সম্পাদক সামছুন্নাহার ভূঁইয়া প্রমুখ।