খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭: আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও সাধারণ মানুষের কাছে বিএনপি যে ভিতির পরিবেশ তৈরি করছে এটার জন্য তাদের পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন এবিনিউজ২৪.কমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়।
চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, মওদুদের বাড়ি উচ্ছেদের সময় বেগম জিয়া বলেছেন, তাদেরকেও এক কাপড়ে বের করে দেওয়া হবে। বেগম জিয়ার এমন কথায় কিন্তু তার অজান্তেই আওয়ামী লীগকে শক্তিশালী করছে। এইগুলো কিন্তু বিএনপির জন্য বড় রকমের শঙ্কট।
এছাড়াও তিনি আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। এটা আমি গত ৮ বছর ধরে বলে আসছি। আগামী জাতীয় নির্বাচনের এক পর্যায় এসে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে। এটা খুব শুভ দিক।
তিনি আরো বলেন, আমরা যেমন বাজেট বাস্তবায়নের সক্ষমতা বলছি ঠিক তেমনি একটি রাজননৈতিক দলেরও সক্ষমতা আছে যেটা আমরা বিএনপির মধ্যে দেখছি না। বিশেষ করে যারা সরকারের বাহিরে আছেন তারা শুধু নির্বাচনে জয়ী হতে চান। তারা মনে করেন, আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলেই আমরা ক্ষমতাই যাবো। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা আর ক্ষমতায় যাওয়া কিন্তু এক বিষয় না। এইগুলো তারা গুলিয়ে ফেলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর মধ্য দিয়েই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি যদি বলি তাহলে, ২০১০ সালের ১ অক্টোবর নির্বাচনের পর মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে সেটাই হচ্ছে প্রতিহিংসার রাজনীতি।
তিনি বলেন, এমতাবস্থায় আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যদি সামনের কথা ভেবে কাজ করে তাহলেও আগামী নির্বাচনে ভালো ফল করলেও করতে পারে। কিন্তু তাদের লক্ষণ আমি ভালো দেখছি না।