Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭: 71কয়েকদিন আগে পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে ভেসে গিয়ে রাউজানে মারা গিয়েছিল দুই শিক্ষার্থী।
সোমবার ডাবুয়া খালের স্রোতের টানে ভেসে গিয়ে প্রাণ গেল আরো এক শিক্ষার্থীর। তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের লোকজন। সোমবার সকালে পানিতে ভেসে যায়। দুপুরে লাশ উদ্ধার হয়।
স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী র নাম মিঠু দে (১৭) সে বাঁশখালীর সাধণপুর গ্রামের জনৈক পূর্ণেন্দ্র বিকাশের সন্তান। তারা থাকতো শহরের বালুছড়া এলাকার ভাড়া বাসায়। রাউজানের কেয়াইকদাইর গ্রামে বোনের বাড়ীতে বেড়াতে এসে খালের স্রোতে পড়ে যায় মিঠু। স্রোতের টানে ভেসে গিয়ে তার মৃত্যু হয়।
জানা যায় স্থানীয়রা তাকে অনেক খোঁজাখোজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। জানতে চাইলে রাউজান থানার এস আই নূরনবী ঘটনাটির সত্যতা স্বীকার করেন।