খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিকুল ইসলামের হত্যাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আসলাম ভূইয়া (৪৫) কে দীর্ঘ ১২ বছর পর গ্রেফতার করেছে র্যাব ১১’র একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসলাম ভূইয়া (৪৫) মৃত ওয়াজী উদ্দিন ভূইয়ার ছেলে ও রুপগঞ্জ থানার ধরিকান্দি সরকারপাড়া এলাকার বাসিন্দা। ধৃত আসলাম ভূইয়া রূপগঞ্জ থানার মামলা নং-০৯(১১)০৫ এবং জিআর নং-৫১৬/০৫ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সোমবার দুপুরে র্যাব ১১’র সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার দিবাগত রাতে র্যাব-১১ এর এএসপি মোঃ বাবুল আখতার গোপন সংবাদের ভিত্তিতে রুপগঞ্জের ধরিকান্দি সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। খুনী আসলাম ভূইয়া তার সন্ত্রাসী দল নিয়ে রূপগঞ্জ এলাকায় ২০০৫ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র সফিকুল ইসলামকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এ সংক্রান্তে রূপগঞ্জ থানায় মামলা রুজু হলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী আসলাম ভূইয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
আসামী দীর্ঘ ১২ বছর যাবৎ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। আইন-শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন যাবৎ তাকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চালাচ্ছিল। ঘটনাটি বিভিন্ন জাতীয়/স্থানীয় পত্রিকায় ব্যাপক ভাবে প্রচারিত হলে বিষয়টি র্যাব ১১’র গোচরীভূত হয় এবং র্যাবের গোয়েন্দা দল তার উপর নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় উক্ত যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আসলাম ভূইয়াকে গ্রেফতার করা হয়। আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।