Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ২০ জুন, ২০১৭: স্কুল ব্যাংকিং কার্যক্রমের উপর আবগারি শুল্কের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ মঙ্গলবার সকালে দশম জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত সরকার দলীয় সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে ব্যাংকিং হিসাবের ক্ষেত্রে ১ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ করা হয়েছে। যা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তাই আবগারি শুল্কের প্রভাব কোমলমতি শিশুদের স্কুল ব্যাংকিং কার্যক্রমের উপর পড়বে না।