খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২০ জুন, ২০১৭: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাদক ব্যবসায়ীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে তিন ডিবি পুলিশসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার রাতে উপজেলার চান্দশী এলাকায় এ ঘটনা ঘটে।ডিবি পুলিশ জানায়, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামনে চান্দ্রশীতে একদল মাদক ব্যবসায়ী গাড়িতে মাদক ওঠানোর সময় খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছে। এসময় মাদক ব্যবসায়ী ও ডিবি টিমের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন ডিবি পুলিশসহ ৪ জন গুলিবিদ্ধ হন।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আক্তার হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, গুলিবিদ্ধ ডিবির ৩ সদস্যকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদক মামলা করা হয়েছে।