খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চ্যাম্পিয়ান ট্রফিতে বিজয়ী পাক ক্রিকেটের প্রত্যেক সদস্যকে এক কোটি রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিভি এ সংবাদ প্রকাশ করে।
দেশটির তথ্যমন্ত্রী মরইয়ম আওরঙ্গজেবের বরাত দিয়ে পিটিভি জানায়, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আইসিসি চ্যাম্পিয়ান ট্রফিতে খেলোয়াড়দের বিজয় চেষ্টার স্বীকৃতি স্বরূপ এ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট টিম ফাইনালে অসামান্য ভূমিকা রেখেছেন। পুরো জাতির মাথা উুঁচু করেছেন। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের জন্য ডিনার আয়োজনও করবেন ।
এর আগে পাকিস্তানের ক্রিকেট বোর্ডও বিজয়ী দলের প্রত্যেক সদস্যের জন্য দশ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেয়। এ ছাড়া পাকিস্তানের সিনেট চেয়ারম্যান খেলোয়ারদের সিনেটের কার্যক্রম দেখার জন্যও আহ্বান জানিয়েছেন।
সূত্র : পিটিভি উর্দু