Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: 10২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর মঙ্গলবারের সাধারণ আলোচনায় অর্থমন্ত্রীর উপর তার দলের লোকেরা যে পরিমাণ সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছে তাতে মনে হচ্ছে উনি বিরোধী দলের অর্থমন্ত্রী অথবা এরা বিরোধী দলের এমপি। এতে বোঝা যাচ্ছে যে সরকারের মধ্যে দি¦মতটাও প্রবল। অস্বীকার করে লাভ নেই যে এবারের বাজেট হলো একটি বিতর্কিত বাজেট।
মঙ্গলবার রাতে চ্যানেল আই-এর আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরী।
আফসান চৌধুরী বলেন, পরবর্তী নির্বাচনের আগে এটাই বর্তমান সরকারের শেষ বাজেট বা এর পর আরেকটামাত্র বাজেট হতে পারে। তাই এটা যদি রাজনৈতিকভাবে অসুবিধাজনক হয়ে যায় তাহলে সেটা আওয়ামী লীগের জন্য একটু সমস্যার কারণ। আর তাই এমপিদের জন্য একটু দুশ্চিন্তার কারণ হয়েছে যে ভ্যাটের কারণে যদি জিনিসের দাম বেড়ে যায় তাহলে আগামী নির্বাচনে তাদের সমস্যা হবে। আমার মনে হয়ে এই সব কথা চিন্তা করে এমপিদের উদ্বেগটা একটু বেশি।
তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের অর্থনীতিতে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এই বাজেট তৈরি হয়নি। আর এটি পৃথিবীর কোন দেশে হয়ও না, কারণ প্রধানমন্ত্রী সেখানে শেষ কথাটা বলেন। আর তাই প্রধানমন্ত্রী কিভাবে বাজেটের প্রতিক্রিয়াটা জানান সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হতে পারে যে প্রধানমন্ত্রী হয়তো বড় মাপটা দেখেছেন, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো আছে সেগুলো হয়তো দেখেননি। এখন এই বাজেট তাদের জনপ্রিয়তা কমবেশি হওযার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সরকারের জনপ্রিয়তার ক্ষেত্রে যদি কোন প্রকার অসুবিধা হয়ে যায় সেই বিবেচনায় হয়তো ভ্যাটা কিছুটা নরম করা হবে।