খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: পাহাড় ধসে দুর্গতদের মাঝে ত্রাণ দিতে রাঙামাটি যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার ৩ দিন পর বুধবার দুপুরে বিএনপিপন্থী আইনজীবী ও সাবেক পিপি এনামুল হক বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগটি দায়ের করেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহিদুল্লাহ কায়সার অভিযোগ আমলে নিয়ে পরে শুনানি করা হবে বলে জানান। অভিযোগকারী এনামুল হক বলেন, ‘আদালত অভিযোগটি আমলে নিয়েছেন। পরে শুনানি করা হবে বলে জানিয়েছেন।’
পাহাড় ধসে দুর্গতদের মাঝে ত্রাণ দিতে রোববার রাঙামাটি যাওয়ার পথে কাপ্তাইয়ের ইছাখালি এলাকায় হামলার শিকার হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। এতে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আহত হন।