Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭:  63ইংল্যান্ড-সাউথ আফ্রিকা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ ২১ জুন বুধবার। সাউদাম্পটনের দ্য রোজ বলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায়।
স¤প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। এই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল সাউথ আফ্রিকা। আর সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল স্বাগতিক ইংল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে এই দুই দল। ওই সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল প্রোটিয়ারা। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা। এর মধ্যে ইংল্যান্ড জয় পেয়েছে চারটিতে, প্রোটিয়ারা জয় পেয়েছে সাতটিতে, ফলাফল আসেনি একটিতে।
ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), ম্যাসন ক্রেন, টম কুররাম, লিয়াম ডসন, আলেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাওইড মালান, ক্রেইগ ওভারটন, লিয়াম প্লানকেট, জ্যাসন রয়, ডেভিড উইলে, মার্ক উড।
সাউথ আফ্রিকা স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফারহান বিহারডাইন, রিজা হেন্ডরিকস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনি মরকেল, ক্রিস মরিস, মাঙ্গালিসো মোসেহলে, ওয়েনি পারনেল, ডেন প্যাটারসোন, আন্দিল ফেহলাকওয়াইও, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরাইজ শামসি, জেজে স্মাটস।