খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: সুন্দরগঞ্জের পশ্চিম ছাপড়হাটী গ্রামে ধান ব্যবাসায়ী রবিউল ইসলামকে হত্যার দায়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ইউপি সদস্য দুদু মিয়া ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের (৬নং ওয়ার্ড) সদস্য এবং ওই গ্রামের মৃত কবির উদ্দিনের পুত্র। এর আগে গত ১৮ জুন রাতে উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামের মৃত আছর উদ্দিনের পুত্র ধান ব্যবসায়ী রবিউল ইসলাম নিখোঁজ হয়। ২০ জুন রবিউলের লাশ তারই বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহত রবিউলের স্ত্রী বিলকিছ বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে ইউপি সদস্যকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, আসামীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।