Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

76kখােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: বিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুর জেলা সদরসহ প্রত্যেক উপজেলায় একটি করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর গড়ে তোলার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ জুন) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের প্রধানদের হাতে দুদক অনুদানের অর্থ তুলে দেয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল সনন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তৌফিকুল ইসলাম, ইসলামপুর উপজেলা দুপ্রকের সভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরি, জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক শামছুন নাহার মাকসুদা প্রমুখ। প্রতিটি বিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। উল্লেখ্য, সততা স্টোরে খাতা, কলম এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিক্রির জন্য সাজানো থাকবে। প্রতিটি পণ্যের মূল্য ন্যায্য মূল্য লেখা থাকলেও কোন বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ কিনে ওই স্টোরে সংরক্ষিত টাকার বাক্সে যথামূল্য পরিশোধের জন্য ফেলতে হবে।

এই স্টোর পরিচালনার জন্য একটি পরিচালনা কমিটি থাকবে। পরীক্ষামূলকভাবে পরিচালিত এই স্টোরগুলোর কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের উদ্যোগ নেওয়া হবে বলে দুদক কর্তৃপক্ষ জানান।