খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: রাজধানীর রূপনগর এলাকা থেকে সহকারী পুলিশ-কমিশনার মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়।
রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মিজানুর রহমান হাইওয়ে পুলিশ সাভার এলাকার দায়িত্বে ছিলেন। পঞ্চাশোর্ধ্ব মিজানুর রহমানের গলায় কাপড় প্যাঁচানো ছিল।
পরিবার জানায়, এএসপি মিজানুর রহমানের বাসা উত্তরা ৫ নম্বর সেক্টরে। ভোর ৬ টায় বাসা থেকে বের হওয়ার পর আর যোগাযোগ ছিলো না বাসার সঙ্গে।
তবে কেনো বা কি কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে তা তদন্তের আগে কিছুই বলা সম্ভব নয় বলে জানান ওসি। খবর আরটিভি অনলাইনের