Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭: 16পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে চাঁদপুর-চট্টগ্রাম রুটে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। বুধবার বাংলাদেশ রেলওয়ের চট্রগ্রাম বিভাগীয় মহাপরিচালকের কার্যালয়ের থেকে পাঠানো পত্রে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, আগামী ২৩জুন থেকে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে দৈনিক দুই জোড়া ট্রেন চলাচলের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ট্রেনগুলোর মধ্যে ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে সকাল ১১টা৩০মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌঁছবে বিকেল ৫টা ২৫মিনিটে। ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে বিকেল ৩টা ৩০মিনিটে ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌঁছবে রাত ৮টা ১০মিনিটে।
ঈদ স্পেশাল-৩ চট্রগ্রাম থেকে বিকেল ৩টা ২০ মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌঁছাবে রাত ৮টা ১৫ মিনিটে আর ঈদ স্পেশাল-৪ চাঁদপুর থেকে সকাল ৬টায় ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌঁছাবে ১০টা ৫৫মিনিটে।
এ ট্রেন গুলো ঈদের আগের দিন পর্যন্ত চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচল করবে।
এ ছাড়া ঈদের পরের দুইদিন হতে সাতদিন পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রাম চিফ অপারেটিং সুপারিনন্টেনডেন্ট এর পক্ষে এসিওপিএস মো. ওমর ফারুক।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন