Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭: 19চাঁদাবাজি ও লুটের অভিযোগে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে বাদীর পরিবার-পরিজনসহ ঘরবাড়ি জ্বালিয়ে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে যুবলীগ কর্মী সাহাদাত হাওলাদার। সাহাদাত বাহিনী মামলার সাক্ষীদেরও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য এবং সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
চাঁদপুর মডেল থানার অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দিয়া গ্রামের মজিবুর রহমান শেখের মাছের খামারে ৫ লাখ টাকা চাঁদাবাজি ও লুটের অভিযোগের মামলায় ১৪ই জুন বুধবার গ্রেপ্তার হয় সাহাদাত। এরপর রোববার জামিনে মুক্তি পেয়ে বাদীর ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া ও পরিবার- পরিজনসহ বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে সে। এমনকি কুখ্যাত সন্ত্রাসী সাহাদাত হাওলাদার মামলার সাক্ষীদেরও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া সরকার দলের সঙ্গে সংশ্লিষ্টতা দাবি করে প্রশাসনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগকারী মজিবুর রহমান শেখ জানান, যুবলীগ কর্মীর চাঁদাবাজিতে অতিষ্ঠ গোবিন্দিয়া গ্রামবাসী। এ বিষয়ে তিনি প্রশাসনকে অবহিত করেছেন বলে জানান। তিনি আরো বলেন, তার পুরো পরিবার সাহাদাত বাহিনীর সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এছাড়া খামারে মাছ লুটের মামলার সাক্ষীদেরও প্রাণনাশের হুমকি দিচ্ছে সাহাদাত বাহিনীর সন্ত্রাসীরা। সাহাদাত নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বলে হুমকি দিতেন, বলতেন থানায় অভিযোগ করে কোনো লাভ নেই।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, সাহাদাতের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়ার মজিবুর রহমান শেখ চাঁদাবাজির অভিযোগে সাহাদতসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করলে গোয়েন্দা পুলিশ বুধবার রাতে তাকে আটক করে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, শাহাদাতের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে। মামলার বাদী হচ্ছেন গোবিন্দিয়া গ্রামের মজিবুর রহমান। এ মামলা ডিবির কাছে এলে তাকে ডিবি পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। সূত্র: মানবজমিন