Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭: 20বগুড়া শহরতলির ডাকুরচক মহাশ্মশান এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাঁচ ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জুন) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি এ আদালত পরিচালনা করেন। হাবিবুল হাসান রুমিই এ তথ্য জানিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সদরের গোকুল দক্ষিণপাড়ার আনিসার রহমানের ছেলে তৌহিদ (২৮), একই গ্রামের আবদুল মোমিনের ছেলে উজ্জ্বল (২৭), বুজরুকবাড়িয়ার মৃত আবদুল মতিনের ছেলে ডাবলু (৩৭), পল্লীমঙ্গলের গোলাম হোসেনের ছেলে হাসান (২৯) ও বাঘোপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে মিনার (২৮)। এসময় ৮টি শ্যালো মেশিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ডাকুরচক মহাশ্মশান এলাকার করতোয়া নদীতে ৮টি শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদীর তীর ও এর আশপাশের ফসলি জমির ক্ষতি হচ্ছিল। কিন্তু বালু উত্তোলনকারীদের কেউ কিছু বলার সাহস পাচ্ছিলেন না। শেষমেশ বুধবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে আদালতের অভিযান অব্যাহত থাকবে।