Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭: 22মৌলভীবাজারে পাহাড় ধসে মৃত্যুর পরেও থামছে না পাহাড় কাটার প্রবণতা। জীবনের ঝুঁকির মুখেও সরানো যাচ্ছে না পাহাড়ে বসবাসকারীদের। যদিও প্রশাসনের দাবি, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন তারা।
৩ পার্বত্য জেলায় ভয়াবহ বিপর্যয়ের পর, সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখায় পাহাড় ধসে মৃত্যু হয় মা-মেয়ের। আর লাউছড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তা সত্ত্বেও অসচেতনই থাকছে সেখানকার মানুষজন। অন্যদিকে পাহাড় কাটা তো চলছেই।
বিশেষ করে জেলার বড়লেখা, কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জে টিলা ও পাহাড় ধ্বংস করছে প্রভাবশালীরা। মাটির ব্যবসা ও ঘরবাড়ি নির্মাণ করছে দখলকারীরা। এতে পাহাড়ের স্বাভাবিকতা ব্যহত হচ্ছে। ভেঙ্গে পড়ছে পাহাড়া, মানুষ মরে যাচ্ছে।
প্রশাসন বলছে, পাহাড় থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও সাড়া মিলছে না। তবে এরইমধ্যে পাহাড় কাটা প্রতিরোধে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক।
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তৎপরতার মধ্যেই চলে পাহাড় কাটা। ইনডিপেন্ডেন্ট টিভি