খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে আবদুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
এর আগে রাজউকের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তা আবদুর রহমান নতুন দায়িত্বে এম বজলুল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
আগের চেয়ারম্যান অতিরিক্ত সচিব বজলুল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে বলে জানা গেছে। সড়ক ও জনপথ ক্যাডারের কর্মকর্তা আব্দুর রহমান নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় ২০০৬ সালের ডিসেম্বরে উপ-সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন।
এরপর জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, বেপজার সদস্য (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৫ সালের এপ্রিলে বেপজা থেকে তিনি রাজউকের সদস্য হিসেবে যোগ দেন। সূত্র : জাগোনিউজ