খােলা বাজার২৪।। শুক্রবার, ২৩ জুন, ২০১৭: ঈদযাত্রার তৃতীয়দিনে আজ রাজধানীর টেকনিক্যাল থেকেই যানবাহনের জট শুরু হয়েছে। আমিন বাজার পর্যন্ত এ যানজট তীব্র আকার ধারণ করেছে। গাবতলীতে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়।
নাম প্রকাশ না করার শর্তে এক ট্রাফিক সার্জেন্ট বলেন, দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে বাসগুলো ফিরতে শুরু করেছে। বাসগুলো সাধারণত টেকনিক্যাল থেকে ঘোরানো হয়। যাওয়ার বাস ও ফেরার বাস মুখোমুখি হয়ে যাওয়ার কারণে এই যানজট।
এছাড়া বিভিন্ন স্থানে যাওয়ার জন্য বাসগুলো মূল সড়কে দাঁড়িয়ে আছে। ফলে যানজট তৈরি হয়েছে।