Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখােলা বাজার২৪।। শুক্রবার, ২৩ জুন, ২০১৭: রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর এবার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় অটোরিকশা চালক মো. মহসিন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে তিনি এই মামলা করেন।
মামলায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি শওকত আলীসহ আরও ২৬ জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বাদি জানান, ১৮ জুন মির্জা ফখরুলের গাড়িবহর রাঙ্গুনিয়া পার হবার সময় দুটি অটোরিকশাকে চাপা দেয়। এর প্রতিবাদ করলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অটোরিকশা চালকদের মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয়।
উল্লেখ্য, ১৮ জুন রাঙ্গামাটিতে পাহাড়ধসে দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় রাঙ্গুনিয়ায় হামলার শিকার হন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা।-তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি