Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২৩ জুন, ২০১৭:  53কাতার অবরোধকারী আরব দেশগুলো কাতারের বিরুদ্ধে অভিযোগপত্র মধ্যস্থতাকারী দেশ কুয়েতের কাছে পাঠিয়ে দিয়েছে। দাবি পূরণের জন্য ১০ দিনের আল্টিমেটামও দেওয়া হয়েছে। কুয়েত সরকারও কাতারের কাছে ঐ অভিযোগপত্র পাঠিয়ে দিয়েছে। অভিযোগপত্রে কঠিন শর্তারোপ করা হয়েছে। হুমকিও দেওয়া হয়েছে যে, আগামী দশ দিনের মধ্যে এসব দাবি পূরণ করতে হবে। মোটা দাগের শর্তের মধ্যে রয়েছে, ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কে কাটছাট করতে হবে। কাতারে তুর্কি সেনা ঘাঁটি অপসারণ করতে হবে। আল-জাজিরা চ্যানেল বন্ধ করতে হবে। ব্লাকলিষ্ট এবং জঙ্গীদের হস্তান্তর করতে হবে। এবং তাদের অ্যাকাউন্ট জব্দ করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি, আমিরাত ও মিশরের অভিযোগপত্র কুয়েতের মধ্যস্থতায় কাতারের কাছে পাঠানো হয়েছে। তবে এ নিয়ে কাতার সরকার কোন মন্তব্য করেনি।
এদিকে কাতারে তুর্কি সেনা ঘাঁটি নিয়ে অভিযোগ আসার পর তুরস্কও সরব হয়েছে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরী এশক সেনা ঘাঁটি নিয়ে তুরস্কের মনোভাব প্রকাশ করে বলেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই সামরিক ঘাঁটি স্থাপনের উদ্দেশ্য। আধিপত্য বিস্তারের কোনো মানসিকতা তুরস্কের নেই। তুর্কি ঘাঁটি বন্ধের দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দুই দেশের অভ্যন্তরীণ সর্ম্পকে হস্তক্ষেপ বলে গণ্য হবে।
উল্লেখ্য, রোববার সন্ধায় দ্বিতীয় দফায় তুর্কি সেনাদল দোহায় পৌঁছেছে। কাতারী সেনা ইউনিটগুলোকে প্রশিক্ষণদান, সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার বার্তা নিয়ে তুর্কি সেনাদল কাতারে প্রবেশ করে। সূত্র : আল-জাজিরা, আল-আরাবিয়্যাহ