Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২৩ জুন, ২০১৭:  64সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ-পরিচালকের স্ত্রী আজমিরা পারভিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পলাশপোলের এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।
সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, এনএসআইয়ের উপ-পরিচালক মোজাম্মেল হক তার মানসিক রোগী স্ত্রীকে ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে বাজারে যান। বাজার করে এসে তিনি দেখতে পান যে তার স্ত্রী আজমিরা পারভিন (৪৫) ড্রয়িং রুমে সিলিং ফ্যানে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন।
তিনি জানান, এ সময় বাসায় আর কেউ ছিলেন না। তার স্ত্রী দীর্ঘদিনের মানসিক রোগী ছিলেন বলে জানান ওসি। সম্প্রতি তাকে ভারতে নিয়ে চিকিৎসাও করানো হয়েছে। নিহত আজমিরা দুই ছেলে ও এক মেয়ের জননী।
ওসি আরও জানান আজমিরা পারভিনের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।