খােলা বাজার২৪।। শুক্রবার, ২৩ জুন, ২০১৭: কমলগঞ্জে ঈদের ছুটিতে বাড়ীতে এসে বিদ্যুৎপৃষ্টে প্রাণ হারালেন পুরোহিত পরিবারের এক সদস্য।
জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের শিঁববাজার জোড়া মান্ডপ এলাকার উত্তর মান্ডপের পুরোহিত কিশোর চ্যাটার্জী জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ হাইকোর্টের অফিস সহায়ক কিরণ চ্যাটার্জী (২৯) গত দু’দিন আগে ঈদের ছুটি নিয়ে গ্রামের বাড়ীতে আসে।
শুক্রবার সকাল ১০ টার দিকে সার্বজনিন মান্ডপের রান্না ঘরে আসছে আগামী রোববার রথ উযযাপন উপলক্ষে বান্ডড়া পাকের আয়োজন করা হয়। আর এই বান্ডড়া পাকের জন্য মটরের সুচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে পা পরলে সাথে সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কিরণকে মৃত ঘোষনা করেন।