Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২৩ জুন, ২০১৭:  69গাজীপুরে মহানগরের পৃথক স্থানে গামেন্টসকর্মীসহ দুই যুবক খুন হয়েছে। শুক্রবার সকালে এবং বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি কুনিয়াপাছর ও সালানা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
বড়বাড়ি কুনিয়াপাছর এলাকায় খুন হওয়া যুবক মো. আব্দুল কাদের কাকন (২২) কুড়িগ্রাম সদরের খোনারপাড় গ্রামের খয়বর আলীর ছেলে। সালনায় খুন হওয়া যুবকের লাশের সঙ্গে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে তার নাম জিয়াউর রহমান, বাড়ি শেরপুর লেখা রয়েছে।
নিহত কাকনের বড় ভাই মো. কাইয়ুম জানান, তারা নগরীর বড়বাড়ি কুনিয়াপাছর এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকেন। কাকন স্থানীয় মুনলাইট কারখানায় কাটিং হেলপার হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান- কাকন রাস্তার পাশে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তারা কাকনকে মৃত অবস্থায় পান।
জয়দেবপুর থানার এসআই নূরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কাকনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে, জয়দেবপুর থানার এসআই আলা আমিন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সালনা এলাকার একটি ড্রেন থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশের সঙ্গে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে তার নাম জিয়াউর রহমান, বাড়ি শেরপুর লেখা রয়েছে।