খােলা বাজার২৪।।শনিবার, ২৪ জুন, ২০১৭: শনিবার সরকারি ছুটি থাকলেও শনিবার সিমিত পরিসরে বিভিন্ন এলাকায় ব্যাংক খোলা রাখা হয়েছে। ঈদের আগে ব্যাংকিং কার্যক্রম শেষ হলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বিশেষ ব্যবস্থায় চলছে ব্যাংকিং কার্যক্রম।
ঈদের আগে পোশাক খাতে কর্মীদের বেতন ভাতা দেওয়ার সুবিধার্তে খোলা রাখা হয়েছে ব্যাংকের শিল্প সংশ্লিষ্ট শাখা। আমদানি রপ্তানি সচল রাখতে কাষ্টমস হাউজ ও স্টেশনে চালু রেখেছে রাজস্ব বোর্ড। এ জন্য ব্যাংক লেনদেনের সুবিধার্থে এডি শাখা খোলা রাখা হয়েছে। আর ব্যাংকের কাজ শেষ করতে হালকা ভিড় জমেছে বিভিন্ন ব্যাংকে। এদিকে রেমিটেন্সয়ের টাকা নিতে এসেছে অনেকেই।
যমুনা টিভি থেকে নেয়া