Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খােলা বাজার২৪।।শনিবার, ২৪ জুন, ২০১৭:ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল শুক্রবার ইউপি মেম্বার মোখলেছুর রহমান খোকাকে (৪০) অস্ত্রসহ গ্রেফতার করে ময়মনসিংহ র‌্যাব ৯ এর একটি দল।
গ্রেফতারকৃত মোতালেবের গফরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার। সে উথুরী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এলাকার নিরীহ লোকজনকে অস্ত্রের ভয় দেখানোসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র‌্যাব-৯ এর একটি দল গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মেম্বার মোখলেছুর রহমান খোকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার জবানবন্দী অনুযায়ী তার ঘর থেকে একটি পিস্তল ও একটি শর্টগান উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে ময়মনসিংহ র‌্যাব কার্যালয়ে নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, র‌্যাব সদস্যরা তাকে আটক করার পর তার বসত ঘর থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। গফরগাঁও থানার ওসি একেএম মাহবুবুল আলম এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।