খােলা বাজার২৪।। সোমবার, ২৬ জুন, ২০১৭: যুক্তরাষ্ট্রের তেসলা মোটরস চীনের সাংহাইতে ইলেকট্রিক কার তৈরির কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এটি হবে চীনে কোম্পানিটির প্রথম কারখানা এবং এর ফলে ইলেকট্রিক কার নির্মাতা দেশ হিসাবে চীনের অবস্থান আরও জোরালো হবে।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তেসলা বলেছে, তাদের গাড়ি ক্রেতাদের জন্য সুলভ করতে বিদেশের মাটিতে তাদের আরও কারখানা স্থাপন করা জরুরী। এই কৌশল চীনের ক্ষেত্রে অত্যাবশ্যক। কারণ চীন বিদেশী গাড়ি আমদানির ওপর বিপুল কর আরোপ করে থাকে।
তেসলার একজন মুখপাত্র জানান, কারখানা স্থাপনের জন্য তারা সাংহাই পৌর সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই কারখানা থেকে চীনের বাজারে গাড়ি সরবরাহ করা হবে। তিনি বলেন, তেসলার বেশিরভাগ গাড়ি উৎপাদন করা হবে যুক্তরাষ্ট্রেই। তবে স্থানীয় বাজারে গাড়ি সুলভ করার জন্য বিদেশে কারখানা স্থাপন করার দরকার আছে।
এ বিষয়ে সাংহাই নগর কর্মকর্তারা কোন মন্তব্য করতে চাননি। তবে ব্লুমবার্গ নিউজ এর আগে খবর প্রকাশ করে যে, তেসলা ও সাংহাই কর্তৃপক্ষের মধ্যে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে।
আলোচনা চালিয়ে গেলেও তেসলা যে চীনে কারখানা স্থাপন করবেই এমন কোনও নিশ্চয়তা নেই। কারণ চীনের আইন অনুযায়ী তেসলাকে কারখানা স্থাপন করতে হলে স্থানীয় কোনও কোম্পানির সঙ্গে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে তা করতে হবে। চীনে রাস্তায় যেসব শেভ্রলে, ফোর্ড এবং ফোক্সওয়াগন গাড়ি চলাচল করে সেগুলোর সবই স্থানীয় কোম্পানির সঙ্গে যৌথ-উদ্যোগে তৈরি করে বিদেশী কোম্পানিগুলো।
সূত্র: নিউইয়র্ক টাইমস