Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখােলা বাজার২৪।। সোমবার, ২৬ জুন, ২০১৭: ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, রংপুরে সিমেন্টবাহী ট্রাকে যাত্রী উঠলো কি করে? ঢাকা থেকে লম্বা একটা পথ পাড়ি দিয়েছে, এটা কি কারো চোখে পড়েনি? এখানে প্রশাসনের অব্যশই গাফিলতি ছিলো। ট্রাকে মানুষ যাওয়ার কথা না। কিন্তু বাস্তবতা হলো এভাবে ট্রাকে করে যাত্রীরা যাচ্ছে।
ফারজানা রুপার সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শত্তকত মাহমুদ।
শ্যামল দত্ত বলেন, আমরা খবরে দেখছি, ট্রেনে স্টেশন থেকেই যাত্রীরা ছাদে উঠে গন্তব্যে যাচ্ছে। সেই যাত্রীদের নিষেধ করলে তারা রাগ হয়ে মন্তব্য করেন, আমি ছাদে গেলে আপনার কি? কোন কিছু হলে আমার হবে!
ট্রাক দুর্ঘটনায় ১৭জন নিহত হয়েছে। তারা যে সিমেন্টবাহী ট্রাকে উঠেছিলো সেটা চালাচ্ছিলো হেলপার। এতেই বোঝা যায় এমন ঘটনা অহরহ ঘটে। তবে আজকে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু দুর্ঘটনা না। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা ব্রিজে আঘাত করে। ট্রাক উল্টে গিয়ে ১৭জন মারা যান। যারা মারা গেছেন বেশিরভাগই সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে মারা গেছেন। তাদের বেশিরভাগই একই গ্রামে বাস করে। অন্যান্য গ্রামের আছে দুই একজন। এই ঘটনায় লালমনিরহাট কাজিরগঞ্জে শোকের মাতন চলছে।