খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭: ঈদের ছুটি শেষে একগুচ্ছ কর্মসূচী নিয়ে মাঠে নামছে বিএনপি। খুব শিগগীর আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে বিএনপি নেতারা বলছেন পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই তারা আর হাত গুটিয়ে থাকবেনা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেশিদিন হাত গুটিয়ে বসে থাকার কোন সুযোগ নাই। কারণ এই সরকার নির্বাচনে বিশ্বাস করেনা। তারা ২০১৪ সালের ৫’ই জানুয়ারির মতো আবারও নির্বাচন করতে চায়। সুতরাং আমাদেরকে মিথ্যা মামলা যখন খেতেই হবে, জেলে যখন যেতেই হবে, তবে কিসের ভয়ে আর হাত গুটিয়ে বসে থাকা! পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে এখন পেছানোর আর কোন পথ নাই।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন জোটের বাইরে থাকা দলগুলোকে নিয়ে একটি আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। ঈদুল ফিতরের পর ঐক্যবদ্ধ কর্মসূচীর দিকে যেতে আগ্রহী দলের হাইকমান্ড।
দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগনের প্রতিনিধিত্ব করার রাজনৈতিক দল হিসেবে বিএনপি এর আগে গণতন্ত্রের পূনরুজ্জীবনের জন্যে যে আন্দোলন করেছে সে আন্দোলন’ই বিএনপি অব্যহত রাখবে। দুঃশাসনের মাত্রা হারে বেড়েছে। সে হিসেবে শান্তির গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে রাজনৈতিক ভাবেও এই দুঃসাশনের বিরুদ্ধে কর্মসূচী দেয়া হবে।
সূত্র : নিউজ টোয়েন্টিফোর