Wed. Aug 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21kবাড়ি থেকে উচ্ছেদ করে বিএনপিকে দুর্বল করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ এ মন্তব্য করেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। ৫ জানুয়ারি নির্বাচন ১৫৪টি আসনে কোনো মানুষ ভোট দিতে যায়নি। তাই বর্তমানে যারা মন্ত্রী হিসাবে আছেন তাঁরা সবাই অনির্বাচিত। বর্তমানে তাঁরা বিএনপির শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত মামলা দিয়ে দুর্বল করে বিভিন্নভাবে ভোটে না যাওয়ার জন্য প্রভাবিত করছে।

বিএনপি নেতা বলেছেন, বাড়ি থেকে উচ্ছেদ করে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলা ও চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলা দিয়ে দলকে দুর্বল করা যাবে না। বিএনপি নির্বাচনে অংশ নেবে।

এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌর বিএনপির সভাপতি ফখরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার এবং বিএনপি যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

সম্প্রতি আদালতের আদেশের পর গুলশানের একটি বাড়িতে বসবাসরত মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজধানী উন্নয়ন (রাজউক) কর্তৃপক্ষ।

অন্যরকম