খােলা বাজার২৪।। বুধবার, ২৮ জুন, ২০১৭: আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি।
নির্বাচনকালীন সহায়ক সরকার থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতার মধু খুবই সুমিষ্ট তাই আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার অধীন ছাড়া নির্বাচন করতে চায় না। ক্ষমতায় থাকতে এতই বিভোর যে ক্ষমতার তীব্র আবেগে এদের বিবেককে বেহুশ করে দিয়েছে। অবৈধ ক্ষমতার দম্ভে স্বেচ্ছাচারী রূপ ধারণ করেছে আওয়ামী লীগ। তাই ডাইনোসরের মত খুব দ্রুত তাদের বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুধবার দুপুরে রাজধানীর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি রুহুল কবির রিজভি এসব মন্তব্য করেন। তিনি আরো বলেন, এবারের নির্বাচনে কোন নীল নকশা হলে জনগন যে প্রত্যাঘাত করবে তা আওয়ামী লীগের জন্য চির স্বরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনার অধীনে নির্বাচনের আওয়াজ দিয়ে আওয়ামী লীগের নেতারা আত্মপ্রসাদ পেতে পারে কিন্তু সাথে সাথে তাদের যে আত্মক্ষয়ের লাঞ্ছনা করছে সেটি তারা উপলব্ধি করতে করতে পারছে না। নৌকার বির্সজনের বাজনা বাজছে বলে মন্তব্য করেন রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতা হাবিবউন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল ইসলাম টিপু এবং মুনির হোসেন উপস্থিত ছিলেন।