Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখােলা বাজার২৪।। বুধবার, ২৮ জুন, ২০১৭: বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ রাখায় মঙ্গলবার রাত ১২টা থেকে ২৪ ঘণ্টার জন্য সারা দেশের সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ অবস্থা চলবে আজ বুধবার রাত ১২টা পর্যন্ত।
গ্যাসক্ষেত্র রক্ষণাবেক্ষণের জন্য বিবিয়ানায় উৎপাদন বন্ধ রাখার কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস বলছে, সিএনজি স্টেশনে সরবরাহ বন্ধ রাখা হলেও সীমিত আকারে বসতবাড়িতে গ্যাস দেয়া হবে। এ বিষয়ে কয়েকদিন আগেই গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোকে চিঠি দেয় পেট্রোবাংলা।
তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশন। এর আগে ২০১৫ সালে গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য সিএনজি স্টেশন বন্ধ রাখা হয়েছিল। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি