Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২৮ জুন, ২০১৭: 37 আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঈদের পরে সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা দলের লক্ষ্যহীনতাকেই প্রমাণ করছে বলে জানান আওয়ামী লীগের নেতারা। আন্দোলনের নামে অতীতের মতো সন্ত্রাস করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রাজধানীর পূর্বাণী হোটেলে ২০ দলীয় জোটের শরীক দল ন্যাশনাল পিপলস পার্টির একাংশের ইফতারে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। ইফতারের আগে জোটের নেতা-কর্মীদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রস্তাবিত বাজেটসহ সরকারের বিভিন্ন বিষয়ের কঠোর সমালোচনা করেন তিনি। ডাক দেন সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নেয়ার।
আওয়ামী লীগ নেতারা বলছেন, এই আন্দোলন আহ্বানের নতুন তাৎপর্য নেই। বিএনপি চেয়ারপরসনের আন্দোলনের ডাকে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় বলে জানালেন দলের নেতারা।আওয়ামী লীগ নেতারা বলছেন, দেশে আন্দোলন করার ইস্যু না থাকার পরও আন্দোলনের কথা বলা রাজনৈতিক অপরিপক্কতারই প্রকাশ। বিএনপির বরং পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া উচিত বলে মন্তব্য করেছেন তারা। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি