খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর সংগঠনের সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
ঈদের দিন থেকে বুধবার পর্যন্ত তিনি পৌর শহর, বুড়ইল, কৈগাড়ী, ভদ্রদীঘিসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বর্তমান সরকারের দু:শাসন থেকে জনগনকে রক্ষাসহ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে হবে। সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান তিনি।