Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ৩০ জুন, ২০১৭:  3ধানের শীষে ভোট দিন খালেদা জিয়ার এ বক্তব্যে প্রায় স্পষ্ট যে, একাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তবে সুষ্ঠু ভোটের সঙ্গে জড়িত বেশ ক’টি বিষয়ে রাজনৈতিক মতৈক্য চাইছেন দলটির নেতারা।
হাতে দেড় বছর সময় থাকলেও শিগগিরই লেভেলপ্লেইং ফিল্ডের নিশ্চয়তা এবং নির্বাচনকালীন সরকারের ধরন কেমন হবে তার ফয়সালার ওপর জোর দিচ্ছে প্রায় ১১ বছর ক্ষমতায় না থাকা এ দলটি।
একাদশ সংসদ নির্বাচনের দেড় বছর বাকি থাকলেও কৌশলে চলমান রাজনীতিকে নির্বাচনি আবহ দিয়ে সামনে এগুচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এখনও দল গোছাতেই ব্যস্ত বিএনপি। তারপরও দলটির নেতাদের দাবি, যেকোন সময় সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী পাবেন তারা।
বর্তমান সরকার টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসবে এমনটা মানতে রাজি নয় তারা।পাশাপাশি, সহায়ক সরকার ও লেভেলপ্লেইং ফিল্ডের দাবিতেও রয়েছে অনড় অবস্থান।
ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন চায় বিএনপি। তাই নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে দাবি আদায়ের আন্দোলন ও ভোটের প্রস্ততি নিতে এরই মধ্যে কেন্দ্রীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন দলটির নেতারা। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি