Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ৩০ জুন, ২০১৭: 6জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত কমিটি অন দ্য রাইটস্ অব অল মাইগ্রান্ট ওয়াকার্স এন্ড মেম্বারস্ অব দেয়ার ফ্যামিলিজ্ (সিএমডব্লিউ)’র নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক। স্থানীয় সময় ২৮ জুন সিএমডব্লিউ ২০১৮-২০২১ মেয়াদের এ নির্বাচনে ৫১ ভোটের মধ্যে ৪৬ ভোট পেয়ে পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক সদস্য হিসেবে পুন:নির্বাচিত হন। সিএমডব্লিউ এই নির্বাচনে কোনও প্রার্থীর এটাই সর্বাধিক ভোট। এই বিজয় বাংলাদেশের বলিষ্ঠ পররাষ্ট্রনীতির প্রতি বিশ্ববাসীর আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্র সচিব চার বছর মেয়াদি এই কমিটিতে একজন স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথমবারের মতো অভিবাসীদের অবৈধ পাচার রোধকল্পে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত ‘সিএমডব্লিউ মাইগ্রেশন কমপ্যাক্ট’ প্রণয়নের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই প্রস্তাব ২০১৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সিএমডব্লিউ কম্প্যাক্ট তৈরীর বিষয়ে জাতিসংঘে এখন আনুষ্ঠানিক আলোচনা চলছে। সূত্র জানায়, বাংলাদেশ নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের ‘গ্রপ অফ ফ্রেন্ডস্ অফ মাইগ্রেশন’ এর নেতৃত্ব দিচ্ছে এবং অত্যন্ত সক্রিয় সদস্য হিসেবে জাতিসংঘে অভিবাসন বিতর্কে অংশগ্রহণ করছে।
বাংলাদেশ এই নিয়ে দ্বিতীয় বারের মতো সিএমডব্লিউ সদস্য হল যা বাংলাদেশের ৯ মিলিয়ন অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যসহ বিশ্বব্যাপী অভিবাসী কর্মীদের সুরক্ষা ও উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করল। এটি নি:সন্দেহে মাইগ্রেশন ইস্যুতে জাতিসংঘ ও এর বাইরে বাংলাদেশের অগ্রণী ভূমিকার সুস্পষ্ট স্বীকৃতি।
ইন্টারন্যাশনাল কনভেনশান অব দ্য রাইটস্ অব অল মাইগ্রান্ট ওয়াকার্স এন্ড মেম্বারস্ অব দেয়ার ফ্যামিলিজ্ (আইসিআর সিএমডব্লিউ)-এর ৫১টি দেশ এদিন সিএমডব্লিউ পরবর্তী ৪ বছর মেয়াদের জন্য নতুন ৭ জন বিশেষজ্ঞকে নির্বাচিত করল যারা জানুয়ারি ২০১৮ থেকে কাজ শুরু করবে। সিএমডব্লিউ এর ১৪ সদস্যের পরিষদ আইসিএমডব্লিউ-এর দেশসমূহের অভিবাসী কর্মীদের মানবাধিকার রক্ষা এবং সিএমডব্লিউ এর সদস্য নয় এমন দেশগুলোর সাথে প্রয়োজনীয় চুক্তিস্বাক্ষরসহ সংশি¬ষ্ট নানা বিষয় নিয়ে কাজ করে। বাংলাদেশ ২৪ আগস্ট ২০১১ সিএমডব্লিউ চুক্তি অনুস্বাক্ষর করে।
উলে¬খ্য, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে এই কমিটিতে আলবেনিয়া, শ্রীলংকা, কলম্বিয়া, আজারবাইজান, সেনেগাল ও নাইজারের প্রার্থীগণও নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাইগ্রেশনের একজন খ্যাতনামা আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মো: শহীদুল হক, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর সদর দপ্তরে পরিচালক, ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড পার্টনারশিপ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি ২০১৬ মেয়াদে গ্লে¬াবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ‘গ্লোবাল কম্প্যাক্ট’ ধারণাটি এগিয়ে নিতেও তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন তিনি।
রিপোর্ট : সাখাওয়াত হোসেন সেলিম
সম্পাদক, ইউএসএনিউজঅনলাইন.কম
নিউইয়র্ক, ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।
E-mail : USA : [email protected]
[email protected]
Web : www.usanewsonline.com