খােলা বাজার২৪।। শুক্রবার, ৩০ জুন, ২০১৭: কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাওলানা আবু বকর সিদ্দিকের (৫০) কাশিপুর গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে। সিদ্দিকুর রহমান পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের রমিজ আলীর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কুয়েতের আবদালী-জাহারায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। ওই দুর্ঘটনায় আরো দুইজন বাংলাদেশী নিহত হন। একজন চট্টগ্রামের আলাউদ্দিন,অন্যজন কুমিল্লার মাহমুদুল আলম। তবে মাহমুদের গ্রামের নাম জানা যায়নি।
কাশিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, ২০০৪ সালে সিদ্দিক কুয়েত গিয়েছেন। তিনি সেখানে মসজিদে নামাজের ইমামতি করতেন। চলতি বছরের প্রথম দিকে ছুটিতে দেশে এসেছিলেন। দুই মাস বাড়িতে থেকে ১০মার্চ আবার কুয়েত চলে যান। তার তিন মেয়ে এক ছেলে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়েছে। স্কুলে পড়ছে এক মেয়ে ও এক ছেলে। মেয়েটি পঞ্চম শ্রেণিতে আর ছেলেটি নবম শ্রেণিতে। সিদ্দিকের পরিবারের একমাত্র সম্বল ঘর ভিটা।