Thu. Aug 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখােলা বাজার২৪।। শনিবার, ১ জুলাই, ২০১৭: আজ থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবে বেশির ভাগ পণ্যের সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। ফলে ওই সব পণ্যের দাম বাড়ার কথা ছিল। তবে নতুন ভ্যাট আইন স্থগিত হয়ে যাওয়ায় আগের মতোই বিভিন্ন পণ্যের ওপর সম্পূরক শুল্ক বহাল রেখে সংসদে পাস হওয়া অর্থবিলের গেজেট জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাতে প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়ার কথা ছিল, তা আর হচ্ছে না। একইভাবে যেসব পণ্যের দাম কমার কথা ছিল, তাও আর কার্যকর হবে না। এ ছাড়া নতুন ভ্যাট আইনের আওতায় প্রস্তাবিত বাজেটে যে এক হাজার ৪৩টি পণ্য ও সেবাকে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, তাও হচ্ছে না। ফলে এসব পণ্য ও সেবার মধ্যে যেগুলোর ওপর এত দিন ভ্যাট ছিল, তাই বজায় থাকবে।
গত ১ জুন সংসদে উত্থাপিত অর্থবিলের খসড়ায় ৩৬৭টি আমদানি পণ্যে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব ছিল। তাতে চলতি অর্থবছরের তুলনায় ৩১ পণ্যে সম্পূরক শুল্ক কমানো ও ১৯ পণ্যে অপরিবর্তিত রেখে বাকিগুলোতে বাড়ানোর প্রস্তাব ছিল। ফলে বাজেট পাসের পর বেশির ভাগ আমদানি পণ্যের দাম বাড়ার কথা ছিল। তবে নতুন ভ্যাট আইন স্থগিত হওয়ায় ৩৬৭টি আমদানি পণ্যের বেশির ভাগের ওপরই আগের সম্পূরক শুল্ক বহাল রেখে অর্থবিল পাস করেছে সংসদ। ফলে যেসব পণ্যের দাম সম্পূরক শুল্কের কারণে বাড়ার কথা ছিল, সেগুলোর দাম আর বাড়বে না। তবে পাস হওয়া অর্থবিলে যেসব পণ্যের সম্পূরক শুল্ক আগের তুলনায় কম-বেশি করা হয়েছে, সেগুলোর দামে পরিবর্তন আসবে। কালের কন্ঠ

অন্যরকম