Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখােলা বাজার২৪।। রোববার, ২ জুলাই, ২০১৭: মালয়েশিয়ার ব্যাপক ধরপাকড় চলছে। ইতিমধ্যে ৩৫০ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানাগেছে। গত শুক্রবার (৩০ জুন) দিবাগত মধ্যরাত থেকে মালয়েশিয়াজুড়ে অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে দেশটির সরকার। এখন পযর্ন্ত অভিযানে বৈধ কাগজপত্র না থাকা ৩৫০ জন শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বেশিরভাগ শ্রমিক বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার।

তবে এখন পযর্ন্ত আটকৃতদের নাম পরিচয় ফাঁস করেনি সংবাদ মাধ্যমটি।

খবরে বলা হয়েছে, অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী নিজেই একটি অভিযানে নেতৃত্ব দেন। শুক্রবার দিবাগত রাতে কাপার এলাকার জালান জাতি কিরিতে অবস্থিত একটি অস্থায়ী ডরমেটরিতে এ অভিযান চালানো হয়।